201 ) বাংলা বানান প্রসঙ্গে (ABOUT THE BANGLA SPELLING)।-Written by Junayed Ashrafur Rahman

201 ) বাংলা বানান প্রসঙ্গে (ABOUT THE BANGLA SPELLING)।-Written by Junayed Ashrafur Rahman ✒

🌟 ABOUT THE BANGLA SPELLING ✒ 

 Even today the Bengali spelling is not included in a specific rule.

 🌟 The most complex language in the world ✒ 

 Korean (Hangul), Chinese (Simplified and Traditional) and Bengali are some of the complex languages ​​in the world.

 Although Korean and Chinese spellings have specific rules, Bengali language spellings have not yet been included.

 🌟 Extension of Bengali language and literature ✒ 

 Because, there are so many poets, writers and philosophers in Bengali that there are very few in other languages ​​of the world.

 After English, Bengali is probably the most widely used literary language.

 And that is why some great writers of Bengali literature have written spellings like themselves.

 🌟 Bengali writers have their own spelling style ✒ 

 Rabindranath Tagore used to write, I was, I am, I am .......

 Again, after Ravi Tagore, there were many great writers, many of whom wrote spells like themselves.

 Buddhadeb Bose used to write the word "big", "big", "no", "no", "maybe", "maybe", "became", "did" .......

 Again Narayan Gangopadhyay used to write the word "said", "said".

 Many others write, "said."

 Someone writes, "You actually go home."

 Another writes, "I'll go home when you come."

 Someone writes, "does", "says",
 Again someone writes, "Core", "Bole".

 Someone writes, "Kire / Kire, what are you doing?"

 Someone is writing, "Ki re / ki re, what are you doing?"

 Someone writes, "I didn't eat",
 Another writes, "I did not eat."

 🌟 English translation of Bengali words ✒ 

 Again many Bengali words are pronounced and written differently in English - this is again affecting the Bengali language as well.

 Tagore is being written, TAGORE.

 Singh Roy is being written, SINHA ROY.

 Again, the verdict is being written, RAY.

 Influenced by this spelling, many are again writing English pronunciations in Bengali. Such as: - Sinha Roy.

 🌟 Specific spelling of Bengali language ✒ 

 Therefore, determining the exact spelling of the Bengali language has become a very complex matter.

 This is why we have to wait a long time to determine the specific spelling of the Bengali language.


🌟🌟🌟 (BANGLA VERSION) ✒ 


বাংলা বানানকে আজও সুনির্দিষ্ট একটা নিয়মে অন্তর্ভুক্ত করা হয়নি।

🌟 পৃথিবীর জটিল ভাষা ✒ 

পৃথিবীতে যে কয়টি জটিল ভাষা আছে , এদের মধ্যে কোরিয়ান (হাঙ্গুল), চায়না (সিম্পলিফাইড ও ট্রেডিশনাল) এবং বাংলা অন্যতম।

কোরিয়ান ও চায়না ভাষার বানান রীতি সুনির্দিষ্ট নিয়মে হলেও - বাংলা ভাষার বানান রীতি এখনও সুনির্দিষ্ট নিয়মে অন্তর্ভুক্ত করা হয়নি।

🌟 বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপকতা ✒ 

কেননা , বাংলা ভাষায় এতো কবি , সাহিত্যিক ও দার্শনিক আছেন যে , পৃথিবীর অন্যান্য ভাষায় খুব কমই আছে।

ইংরেজি ভাষার পরে সম্ভবত বাংলা ভাষাই হচ্ছে সবচেয়ে বেশি সাহিত্য চর্চার ভাষা।

আর তাই বাংলা সাহিত্যের একেক জন মহান লেখক নিজেদের মতো বানান লিখেছেন।

🌟 বাংলা সাহিত্যিকদের নিজস্ব বানান রীতি ✒ 

রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন , ছিলেম , হলেম , হলুম ......।

আবার রবি ঠাকুরের পরে যে কয়জন মহান লেখক ছিলেন , তিনিদের অনেকেই নিজেদের মতো বানান লিখেছেন।

বুদ্ধদেব বসু "বড়" শব্দটাকে লিখতেন "বড়ো", "কোন" শব্দটাকে লিখতেন,"কোনো", "হয়ত" কে "হয়তো", "হয়েছিলুম", "করেছিলুম" ......।

আবার নারায়ণ গঙ্গোপাধ্যায়, "বলল" শব্দটাকে লিখতেন , "বললে"।

অন্য অনেকেই লিখেন , "বললো"।

কেউ লিখছেন , " তুমি আসলে আমি বাড়ি যাব/যাবো। "

আরেকজন লিখছেন , " তুমি এলে আমি বাড়ি যাব/যাবো। "

কেউ লিখছেন , " করে " , " বলে " ,
আবার কেউ লিখছেন , " কোরে " , " বোলে "।

কেউ লিখছেন , " কিরে / কীরে , কী করছিস ? "

আবার কেউ লিখছেন , " কি রে / কী রে , কী করছিস ? "

কেউ লিখছেন , " আমি খাইনি " ,
আবার আরেকজন লিখছেন , " আমি খাই নি। "

🌟 বাংলা শব্দের ইংরেজি রূপান্তর ✒ 

আবার বাংলা অনেক শব্দ ইংরেজিতে অন্যরকমভাবে উচ্চারিত ও লিখিত হয় - এটা আবার বাংলা ভাষাকেও প্রবাভিত করছে। 

ঠাকুরকে লিখা হচ্ছে , টাগোর (TAGORE) ।

সিংহ রায়কে লিখা হচ্ছে , সিনহা রয় (SINHA ROY)। 

আবার , রায়কে লিখা হচ্ছে , রে (RAY)। 

এই বানান রীতিতে প্রভাবিত হয়ে , অনেকেই আবার বাংলা ভাষাতেই ইংরেজি উচ্চারণ লিখছেন। যেমন : - সিনহা রয়। 

🌟 বাংলা ভাষার সুনির্দিষ্ট বানান ✒ 

তাই বাংলা ভাষার সুনির্দিষ্ট বানান নির্ধারণ করা অত্যন্ত জটিল একটা বিষয়ে পরিণত হয়েছে। 

এই কারণেই বাংলা ভাষার সুনির্দিষ্ট বানান নির্ধারণ করার জন্য , আমাদেরকে আরও অনেক সময় অপেক্ষা করতে হবে। 

Comments

Popular posts from this blog

251) পড়ার রকমফের (ASSORTMENT) - Written by Junayed Ashrafur Rahman 🖋️